Sponsored

"কখনও খোলামেলা পোশাক, কখনও ধর্মাচারণ! হনুমান চালিশা পাঠে ‘গর্বিত বাঙালি ব্রাহ্মণ’-এর ব্যতিক্রমী অভিব্যক্তি"

 


প্রায়শই খোলামেলা পোশাকে চর্চায় থাকেন খুশি মুখোপাধ্যায়। কলকাতার মেয়ে খুশি পড়াশোনার সূত্রে গিয়েছিলেন মুম্বইয়ে, আর সেখান থেকেই গ্ল্যামার দুনিয়ায় তাঁর যাত্রা শুরু। ধারাবাহিকে ও সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি পরিচিতি পান রিয়ালিটি শো 'স্প্লিটসভিলা'-তে অংশগ্রহণ করে।

সাম্প্রতিক সময়ে মুম্বইয়ের রাস্তায় খুশির বারবার অন্তর্বাস ছাড়া বা খোলামেলা পোশাকে উপস্থিতি তাঁকে নিয়ে তৈরি করেছে বিতর্কের ঝড়। সোশ্যাল মিডিয়ায় যেমন তোলপাড়, তেমনই মুখ খুলছেন ছোট পর্দার বেশ কয়েকজন অভিনেত্রী। কেউ বলছেন ‘অশালীন’, কেউ আবার প্রশ্ন তুলছেন পোশাক সচেতনতা নিয়ে।

এই সমস্ত সমালোচনার মাঝেই খুশি এবার প্রকাশ্যে হনুমান চালিশা পাঠ করে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন। বললেন, কারও পোশাকের উপরে বিচার করা অনুচিত—নিজের বিশ্বাস আর ব্যক্তিস্বাধীনতাই আসল। তাঁর দাবি, তিনি একজন ‘গর্বিত বাঙালি ব্রাহ্মণ’ এবং পোশাক বা চেহারার বাইরে মানুষকে দেখতে শেখা উচিত সমাজের।


Post a Comment

0 Comments