👉👉💖🙍কাকাকে ছাড়া বাঁচতে পারবে না—এই এক সিদ্ধান্তেই স্বামীকে খুন!
বিয়ের মাত্র ৪৫ দিনের মাথায় নিজের স্বামীকে খুনের ছক কষলেন নববধূ। কারণ—তিনি ভালোবাসেন নিজের কাকাকে! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারের ঔরঙ্গাবাদ জেলায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত গুঞ্জা দেবী (২৫) স্বামী প্রিয়াংশুকে হত্যা করতে ভাড়াটে খুনি লাগিয়েছিলেন। এই হত্যাকাণ্ডে সহযোগিতা করেছে তাঁর কাকা জীবন সিং (৫৫), যাঁর সঙ্গে গুঞ্জার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।
পুলিশ ইতিমধ্যে গুঞ্জা ও দুজন ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করেছে। কাকা জীবন সিং পলাতক, তাঁর খোঁজে তল্লাশি চলছে।
তদন্তে উঠে এসেছে, গুঞ্জার পরিবার তাঁর কাকার সঙ্গে প্রেম মেনে নেয়নি। জোর করেই বিয়ে দেওয়া হয় প্রিয়াংশুর সঙ্গে। বিয়ের পরও কাকার সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন গুঞ্জা। ২৫ জুন প্রিয়াংশু নবীনগরে ট্রেন থেকে নেমে স্ত্রীকে ফোন করেন, তাঁকে নিয়ে যাওয়ার জন্য। বাইকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাঁর উপর গুলি চালায়। হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
তদন্তে গতি আসে গুঞ্জার মোবাইল কল রেকর্ড বিশ্লেষণ করে। সেখানে তাঁর কাকার সঙ্গে নিয়মিত যোগাযোগের প্রমাণ মেলে। পুলিশের ধারণা, প্রিয়াংশুকে সরিয়ে দিয়ে কাকার সঙ্গে একসঙ্গে থাকার পরিকল্পনাই ছিল গুঞ্জার।
প্রিয়াংশুর পরিবার শুরু থেকেই বৌমার উপর সন্দেহ করছিল। সেই সন্দেহই শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হয়।
0 Comments